Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন ও মিশনঃ

 

     বর্তমান বিশ্ব জ্ঞান-বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও প্রগতির যুগ।দ্রুত পরিবর্তনশীল এ বিশ্বের সাথে এগিয়ে যেতে আমরা দৃড় প্রত্যয়ী।ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর সার্বিক বিকাশের মাধ্যমে মানবিক, সামাজিক ও নৈতিক গুন সম্পন্ন জ্ঞানী, দক্ষ, যুক্তিবাদী,বিজ্ঞান মনস্ক ওসৃজনশীল দেশ প্রেমিক জনসম্পদ সৃষ্টি।

 

(ক)শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা ও সম্ভবনা বিকাশের মাধ্যমে সৃজনশীলতা, কল্পনা ওঅনুসন্ধিৎসা বৃদ্ধিতে সহায়তা করা।

 

(খ)শিক্ষার্থীর মধ্যে মানবিক গুনাবলী যেমন-নৈতিক মূল্যবোধ, সততা, অধ্যাবসায়, সহিÂতা, শৃংখলাবোধ, আত্মবিশ্বাস, সদাচার ও অন্যের প্রতি শ্রদ্ধা বোধ, নান্দনীকতা বোধ, সৌহার্দপূর্ন সম্পক্ষ, ও ন্যয় বিচার বোধ সুদৃড়ভাবে পথিত করা।

 

(গ)মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে অসম্প্রদায়িক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশ প্রেম, জাতীয়তা বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করে সম্ভবনা মত নাগরিক হিসেবে গড়ে তোলা।

 

(ঘ)শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে সুসংহত জ্ঞানের ভীত রচনার মাধ্যমে বৈশ্বিক পেক্ষাপটে দেশের প্রগতি ও উন্নয়নের অবদান রাখতে সক্ষম করে গড়ে তোলা।

 

(ঙ)জাতীয় ও আর্ন্তজাতিক ক্ষেত্রে কর্যকর যোগাযোগ রক্ষার স্বার্থে প্রমিত বাংলাভাষা ও শুদ্ধ ইংরেজী ভাষার ব্যবহারের দক্ষতা সুদৃড় করা।

(চ)শিক্ষার্থীকে গানিতিক যুক্তি, পদ্ধতি ও দক্ষতার সাথে পরিচিত করণে এবং সমস্যা সমাধানে প্রাযোগিক দক্ষতা বিকাশ।

 

(ছ)শিক্ষার্থীকে প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে আত্ম বিশ্বাসী, উৎপাদনশীল ও সৃজনশীল হিসেবে গড়ে তোলা।

 

(জ)শিক্ষার্থীর মধ্যে নিজ ধর্মীয় বিশ্বাস ও সৃজনশীল হিসেবে গড়ে তোলা এবং অন্য ধর্মাবোলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল হতে সহায়তা করা।

 

(ঝ)শিক্ষার্থীর দৈহিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষে সহ শিক্ষা ক্রমিক কার্যাবলী, খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক কর্মকান্ড, চারু ও কারু কলা অনুশীলনের অভ্যাস গড়ে তোলা।

 

(ঞ)শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনে প্রেষনা দেওয়া।

 

(ট)শিক্ষার্থীকে আজীবন শিক্ষায় আগ্রহী এবং স্বকর্ম সংস্থানের জন্য জ্ঞান, দক্ষতা ও দৃষ্টি ভঙ্গি সুদৃড় করা।